অনলাইন ডেস্ক
গত রোববার (১৮ মে) শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ বুধবার (২১ মে) সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, ইউএস অ্যাম্বাসির সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটা সিরিজ কোর্স চলছে।
এর আগে ২৭ এপ্রিল থেকে ১ মে ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ ট্রেনিং’ শেষ হয়েছে। আর আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ‘এম. এফ. আর. ট্রেন দ্য ট্রেইনার’ অনুষ্ঠিত হবে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর প্রশিক্ষণ সম্পর্কে আরও জানায়, কক্সবাজারে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা কর্মচারী। কোর্সটি ১৮ মে শুরু হয়ে ২১ মে ২০২৫ শেষ হয়।
এ প্রশিক্ষণে জলোচ্ছ্বাস, ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। ইউএস অ্যাম্বাসি কর্তৃক কোর্সটির আয়োজন করা হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
২০২১ সাল হতে ইউএস আর্মির পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাংগেল রেসকিউ কোর্সসহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।
সমুদ্রসৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রশিক্ষণের বেশ কিছু ছবি ও ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেককে মার্কিন সেনাদের উপস্থিতি নেতিবাচকভাবে উপস্থাপন করতে দেখা যায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা