কোস্ট গার্ড সদস্যদের পাশে ইয়াবাসহ দুই রোহিঙ্গা। ছবি : কোস্ট গার্ড।
কক্সবাজারে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিসিজি স্টেশান কক্সবাজার কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নাঈম (২০) এবং রবি আলম (২৭) নামের দুই রোহিঙ্গাকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে কক্সবাজার মধ্যম নুনিয়া ছড়া ফিশারি ঘাঁট এলাকায় কাঠের নৌকায় করে ইয়াবা পাচার করা হবে। এই সংবাদের উপর ভিত্তি করে, কক্সবাজার মধ্যম নুনিয়া ছড়া ফিশারী ঘাট এলাকায় একটি কাঠের নৌকা তল্লাশী করে ইয়াবাসহ রোহিঙ্গাদের আটক করা হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মায়ানমার থেকে কক্সবাজার নিয়ে আসছিল। আটক ব্যক্তি এবং জব্দ করা ইয়াবা পাচারে ব্যবহৃত কাঠের নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা