অনলাইন ডেস্ক
শুক্রবার (৯ অক্টোবর) সকালে কক্সাবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল ইকরা বিচ রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সাথী আক্তার ফরিদপুর জেলার ওলিপুর এলাকার অর্ণব শেখের স্ত্রী। তার বাপের বাড়ী বরগুনা জেলার বেতাগী এলাকায়। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে। গত ২৬ সেপ্টেম্বর অর্ণব শেখের সঙ্গে সাথী আক্তারের এফিডেভিট মূলে বিয়ে হয়।
বিপুল চন্দ্র দে জানান, ‘বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। কক্ষটি বাহির থেকে খোলা ছিল। মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ’
হোটেলের নিবন্ধন খাতার বরাতে পরিদর্শক (তদন্ত) বলেন, ‘গত ৮ অক্টোবর স্বামীসহ কক্সবাজারের এ হোটেলে উঠেন এই দম্পতি। ঘটনার পর থেকে স্বামী অর্ণব শেখ পলাতক রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি খুঁজে বের করতে পুলিশের চেষ্টা চলছে। ’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা