অনলাইন ডেস্ক
শুক্রবার (৮ নভেম্বর) রাতে শহরের ইউনি রিসোর্ট নামে ওই হোটেলের ৫ম তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা সেখানে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) নামে একটি সংগঠনের ব্যানারে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করনীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
এ সভার সভাপতিত্ব করেন উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। তিনি’রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটি’র মহাসচিব। সভায় সঞ্চালক ছিলেন, বাইসস’এর সাধারণ সম্পাদক ও সদরের ঝিলংজা ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দীন। সভায় স্পর্শকাতর নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বলে জানা গেছে।
তবে, পুলিশের অভিযান চলাকালীন কৌশলে গফুর ও নাসির সহ পরিকল্পনায় লিপ্ত আরো অনেক পালিয়ে যান বলে জানা গেছে।
বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে আওয়ামীলীগ পন্থীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।
তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়েছে। প্রশাসন বা কারো কাছ থেকে এই বৈঠকের অনুমতি নেওয়া হয়নি।
সভায় অনেক ইউপি সদস্য অংশ নেন উল্লেখ করে তিনি জানান, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া পালিয়ে যাওয়া নেপথ্যের পরিকল্পনাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা