বাংলাদেশ পুলিশের পরিদর্শক মর্জিনা আকতার কক্সবাজারের উখিয়া থানার ওসি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন।
পুলিশের চৌকস একজন নারী পরিদর্শক হিসেবে পরিচিত মর্জিনা আকতার কক্সবাজার জেলায় প্রথম নারী ওসি হিসেবে নাম লিখেছেন।
পরিদর্শক মর্জিনা উখিয়া থানায় যোগদানের আগে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশে) কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসাবে যোগদান করেন। এই নারী কর্মকর্তা মর্জিনা এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটনের সদরঘাট থানার ওসি ছিলেন।
কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত সীমান্তবর্তী উখিয়া থানায় যোগদানের পর ওসি মর্জিনা আকতার যুগান্তরকে বলেন, ‘আমার প্রথম কাজ হবে উখিয়াকে ইয়াবামুক্ত করা। এরপর রোহিঙ্গা শিবিরগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব সময় সর্বদায় স্বাভাবিক রাখা।
প্রসঙ্গত, উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর কক্সবাজার জেলা পুলিশে যোগদান করেছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা