অনলাইন ডেস্ক
বুধবার রাতে দুই সিরিজের জন্য ১৮ সদস্যের দুটি দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।আগামী ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষে অতিথিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে রোহিত শর্মার দল। কলকাতায় ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারিতে হবে তিন টি-টোয়েন্টি।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না সহঅধিনায়ক লোকেশ রাহুল। তবে পরের ম্যাচগুলোতে থাকবেন তিনি। এ ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহ ও মোহাম্মদ শামিকে। দুই ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুধুমাত্র টি-টোয়েন্টির দলে আছেন ভুবনেশ্বর কুমার।
ভারতীয় ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, গাইকোয়াদ, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋষভ পন্ত, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্বনয়, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ঞা, কুলদ্বীপ যাদব, আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল।
ভারতীয় টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিশ্বনয়, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান ও হার্শাল প্যাটেল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা