অনলাইন ডেস্ক
আগে ব্যাটে নামা ভারতকে দারুণ শুরু দেন দুই ওপেনার ইশান কিষাণ ও শুবমান গিল। দুজনের জুটিতে আসে ১৪৩ রান। ৬৪ বলে ৭৭ রান করা কিষাণকে ফিরিয়ে জুটি ভাঙেন কারিয়াহ। দলের খাতায় ৮ রান যোগ করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। এরপর চারে আসা স্যামসনকে নিয়ে জুটি করেন গিল।
স্যামসন ৫১ রান ফিরলে ভাঙে জুটি। এরপর ৮৫ রান করে সাজঘরের পথ ধরেন গিলও। তবে শেষ দিকে অধিনায়ক পান্ডিয়ার ঝড়ে বড় সংগ্রহ পায় ভারত। এই ব্যাটার ৫২ বলে করেন ৭০ রান। আর ছয়ে নামা সুরিয়াকুমার যাদবের ৩৫ রানের সুবাদে ৩৫১ রান করতে সক্ষম হয় সফরকারীরা। রোমারিও ফেফার্ড সর্বোচ্চ ২ উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫০ রানেই তারা হারায় ৬ উইকেট। তবে তিনে নামা আতানজে আর ১০ নম্বরে ব্যাট করতে আসা গুদাকেশ মোতির ৩৯ রানের ইনিংসে কোনোরকমে দেড়শো পার হয় স্বাগতিকদের। এছাড়া আটে নামা ইয়ানিক কারিয়াহ ও নয়ে নামা আলজারি জোসেফ করেন ২৬ রান।
ভারতের হয়ে শার্দুল ঠাকুর চারটি আর মুকেশ কুমার নেন ৩ উইকেট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা