ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে চীনের ওশান ইউনিভার্সিটি। সেখানে অধ্যয়নরত আছেন বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষার্থী।
তাদের গবেষণা ও ব্লু-ইকোনমি নিয়ে কর্ম-পরিকল্পনা জানতে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ গিয়েছিলো ওশান ইউনিভার্সিটিতে।
আরও পড়ুন : সাতক্ষীরা মেডিকেল কলেজে বিদেশী চিকিৎসকদের হেল্থ ক্যাম্প,দেশীয় চিকিৎসকদের ক্ষোভ প্রকাশ
সেখানে ওশান ইউনিভার্সিটির মেরিন ইকোলজি বিভাগের অধ্যাপক জোও হোং ব্লু-ইকোনমির সম্ভাবনা নিয়ে কথা বলেন গণমাধ্যম ব্যক্তিত্ব্য শাইখ সিরাজ।
ব্লু-ইকোনমি নিয়ে ওশান ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণার চিত্র দেখবেন শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষি ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’- এ শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে।