অনলাইন ডেস্ক
কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ওয়ানডের সিরিজে তাঁকে ছাড়া দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। বোর্ড সূত্র জানিয়েছে, নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। তাতে নাম নেই সাকিবের। বোর্ড সাকিবকে দলে না রাখতে নির্দেশনা দেয়ায় তাতে নেই সাকিবের নাম।
বিভিন্ন গণমাধ্যম বলছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। বিসিবি তাতে সাড়া দেয়নি, তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই ৮ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজে।
গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর হত্যা মামলায় আসামি করা হয় সাকিবকে। শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাঁকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাকিব ও তাঁর স্ত্রীর। সূত্রটি বলছে সাকিব বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন।
তবে বোর্ডের কর্মকর্তাদের মাঝে ভিন্ন সুর শোনা যাচ্ছে। কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে সাকিব মানসিক ভাবে এখন শক্ত অবস্থানে নেই। সে কারণেই বোর্ড মনে করছে, সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে।
তাই ক্রিকেট পাড়া জুড়ে একটাই প্রশ্ন ওয়ানডেতেও একই ভাগ্যবরণ করতে চলছেন সাকিব?
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা