মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি মারা গেছেন।
নিহত ৫ বাংলাদেশির মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের তিনজনের বাড়ি মৌলভীবাজারে। বাকি দুজনের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
নিহতের স্বজনেরা জানান, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো একজনের।
ওই গাড়ির চালক ছিলেন ওমানি এক নারী। বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
মৌলভীবাজারের তিনজন হলেন- কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের লিয়াকত আলী, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলালাইন এলাকার আলম আহমদ।
অপর দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা