অনলাইন ডেস্ক
এক ওভারে ৬ ছক্কা মারা ক্রিকেটারদের মধ্যে গিবস, যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের পর জাসকারান মালহোত্রাই এই অনন্য রেকর্ডটি গড়লেন। এর মধ্যে যুবরাজ ও পোলার্ড এই কীর্তি গড়েছিলেন টি-টোয়েন্টিতে।
ইনিংসের শেষ ওভারে যখন ব্যাট করছিলেন জাসকারান, তার মধ্যেই সেঞ্চুরি অর্জন হয়ে গিয়েছিল জাসকারানের। কিন্তু পাপুয়া নিউ গিনির বোলার গাউডি টোকা হয়তো কল্পনাও করতে পারেননি তার সামনে কী আসতে যাচ্ছে! মাঠের সবদিকেই শট খেললেন জাসকারান, আর সবই হলো ওভার বাউন্ডারি। শুরুটা করেছিলেন লং অন দিয়ে ছক্কা মেরে। তারপর বল সীমানা ছাড়া করেন কাভার দিয়ে। তিনবার বল মাঠের বাইরে পাঠান জাসকারান। আর ওভার শেষ করেন স্কয়ার লেগ দিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে।
১২৪ বলে অপরাজিত ১৭৩ রানের ইনিংসে জাসকারানের ছিল মাত্র ৪টি চার ও ১৬টি ছক্কা!
ওয়ানডে ক্রিকেটে এর আগে কেবল প্রোটিয়া হার্ড হিটার হার্শেল গিবসেরই ছিল এমন কীর্তি। ২০০৭ সালে বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগস্পিনার ভ্যান ড্যান বাঙ্গির এক ওভারে ৬ ছক্কা হাঁকান গিবস।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা