অনলাইন ডেস্ক
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুরো কাজটি হয়েছে প্রকাশ্য দিবালোকে, তাদের ভয়ে কেউ সামনে এগিয়ে আসেনি।
রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি তাদের ছিনিয়ে নেয়। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ঢাকার প্রতিটি প্রবেশ-বের হওয়ার পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি বাড়াতে বলা হয়েছে। দুপুরে ডিএমপি সদরদপ্তর থেকে ঢাকার সব বিভাগের উপ-কমিশনার (ডিসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওয়াকিটকিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, চার আসামি কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছিল। তাদের নিয়ে যাচ্ছিল একজন পুলিশ এবং একজন আনসার সদস্য। গেটের সামনে আসার পরপরই ওই ৪ জন আসামি পুলিশ ও আনসার সদস্যকে কিল-ঘুষি মারতে শুরু করে। বাইরে আরও চারজন লোক ছিল বাইক নিয়ে। ঘুষি দেওয়ায় পুলিশ সদস্য আহত এবং তার শরীরের রক্ত বের হয়। যার ফলে তার হাতে থাকা দুইজন আসামি ছেড়ে দেন। আনসার সদস্য আর ছাড়ে নাই, তাকে অনেক মারধর করা হয়েছে। তাকেও ঘুষি দেওয়া হয়েছে, স্প্রে মারা হয়েছে। কিন্তু সে আসামি ছাড়ে নাই, পুলিশ সদস্য দুইজন আসামিকে ছেড়ে দিয়েছে। পরে বাইরে রাখা মোটরসাইকেলে তারা উঠে চলে যায়।
তিনি আরও বলেন, রাস্তার বিপরীত পাশ থেকে মোটরসাইকেলে থাকা লোকেরা সিগন্যাল দেওয়ার পরেই হয়তো গেটের কাছে এসে তারা কিলঘুষি শুরু করেছে। এর মধ্যে গেটের দারোয়ান ধরতে এলে তাকেও স্প্রে মারায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পার্কিংয়ে আরও ৩ জন ড্রাইভার ছিল, তাদেরও স্প্রে মেরে অজ্ঞান করা হয়েছে। পথচারী ছিল অনেক, তাদের প্রথম কয়েকজনকে স্প্রে মারার পর বাকি পথচারীরাও সরে গিয়েছে। ওপেনে কাজ হয়েছে, কিন্তু কেউ ভয়ে সামনে যায়নি। ওই যে যাওয়ার পরপর স্প্রে মারে, আর অজ্ঞান হয়ে যায়। এটা দেখে আর কেউ ভয়ে আগায়নি। বাইরে ওনাদের যে লোকজন ছিল তারাও হয়তো চাকু-ছুরি নিয়েছিল। এজন্য আমিও সামনে যাইনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা