অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আজকের এই প্রতিবেদন।
হোলো আর্থে কং তার আরও কিছু স্বজাতির দেখা পায়। অত্যাচারী রাজা স্কার ও শিমোর বিরুদ্ধে অভিযানের জন্য সবাই গডজিলাকে সঙ্গে নিয়ে যুদ্ধে নামে। অত্যাচারীদের আক্রমণ থেকে পৃথিবীকে বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ তারা। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।
চলতি বছরের ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গডজিলা ফ্র্যাঞ্চাইজির ৩৮তম এবং কিং কং ফ্র্যাঞ্চাইজির ১৩তম সিনেমাটি। এবার এটি এসেছে জিও সিনেমায়। সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সিনেমায়। এতে অভিনয় করেছেন রেবেকা হল, ড্যান স্টিভেন্স, অ্যালেক্স ফার্নইয়সহ আরো অনেকে।
ফ্যান্টাসি সিরিজটির নতুন মৌসুমের প্রথম তিন পর্ব মুক্তি পেয়েছে গতকাল। বাকি পাঁচ পর্ব পর্যায়ক্রমে মুক্তি পাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। ‘দ্য হবিট’ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’–এর এক হাজার বছর আগের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজ। এতে অভিনয় করেছেন সোফি নমভেতে, মর্ফিড ক্লার্ক, রবার্ট আরামাওসহ আরো অনেকে। সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে।
শিক্ষার্থীদের প্রেমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি উচ্চবিদ্যালয়। কেউ প্রেম করছে, কর্তৃপক্ষ এমন খবর পেলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়। এ পরিস্থিতিতে লাভ এক্সপোজার নামে একটি সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয় হয়ে ওঠে ক্যাম্পাসে, যেখানে প্রেমের সম্পর্কে জড়িত শিক্ষার্থীদের ছবি ও তথ্য প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকে দ্বন্দ্ব ও সংঘাত। এভাবেই এগিইয়েছে আই মিকামি, রিউবি মিয়াসে অভিনীত এই সিরিজের গল্প। চলতি সপ্তাহে দেখা যাবে নেটফ্লিক্সে।
১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে উড্ডয়নের পর একটি ভারতীয় বিমান ছিনতাই হয়। তোলপাড় হয়ে যাওয়া সেই ঘটনা অবলম্বনে এই ক্রাইম-থ্রিলার সিরিজটি বানিয়েছেন অনুভব সিনহা। সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে। এতে বৈমানিকের চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা। অন্যান্য চরিত্রে দেখা গেছে নাসিরউদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, কুমুদ মিশ্র, দিয়া মির্জা প্রমুখকে। এ সপ্তাহে দেখা যাবে নেটফ্লিক্সে।
আপনি যদি কে-পপের ভক্ত হন, তবে ছয় পর্বের এই সিরিজ তথ্যচিত্রটি আপনার জন্যই। এতে আছে হালের আলোচিত ব্যান্ড গ্র্যাভিটি, ব্ল্যাকসোয়ান, গায়িকা জেসিসহ অনেককে নিয়ে বিস্তারিত তথ্য। ৩০ আগস্ট থেকে অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে এই তথ্যচিত্রটি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা