অনলাইন ডেস্ক
তবে তিনি নিজে কেমন চরিত্রে অভিনয় করতে চান? এ প্রসঙ্গে হাবু ভাই জানান, ‘ওটা গোপন, এখন প্রকাশ করা যাবে না। পরিচালকের স্বপ্ন তো আর আমি জানিনা। তিনি আমাকে কোন চরিত্রে উপযুক্ত মনে করছেন সেটা তিনিই ভালো জানেন। ব্যাচেলরের জন্য যেমন পরিচালক মনে করেছেন আমাকে দিয়ে হাবু ভাই চরিত্রটি করাবেন। এখনো যে সেই চরিত্রে পুরোপুরি দিতে পেরেছি সেটা হয়তো না, তবে আমি চেষ্টা করতেছি। আরেকজন পরিচালক হয়তো অন্য কোন চরিত্রে আমাকে চিন্তা করছেন। যখন যে চরিত্রে কাজ করাবে তখন আমাকে সেই চরিত্রই ফুটিয়ে তুলতে হবে।’
এই অভিনেতার অকপট স্বীকারোক্তি, ‘আমার চেহারা অনুযায়ী তো কাজে নিবে আমাকে। আমি অভিনয় যতটুকু পারি, আমার যতটা স্কিল আছে সেই অনুযায়ীই নিবে। এখন আমাকে নিয়ে বেশি চিন্তা করলো, আমি সেটা দিতে পারলাম না- তাহলে কী হবে?’
সামনের কাজের পরিকল্পনা প্রসঙ্গে হাবু ভাই বলেন, ‘সবার পরিকল্পনাই আমার পরিকল্পনা। ভালো ভালো কিছু হোক এটাই আশা করি। এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম চালু হয়েছে, অবশ্যই ভালো কিছু হতে হবে। কেননা ভালো কিছু না হলে তো কেউ দেখবে না। ভালো কন্টেন্ট না থাকলে দর্শক কেন দেখবে? এখন রিমোটের যুগ, রিমোট চাপ দিবে অন্য চ্যানেলে চলে যাবে। এজন্য আমাদের প্রোডাকশন ভালো করতে হবে। আশা নিয়ে তো সবাই বাঁচে। আমরাও ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা