বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়ছেন তিনি।
সাতক্ষীরায় হবে সোম্যর বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের এ খবর নিজেই দিয়েছেন তারকা এই ক্রিকেটার।
সৌম্য বলেন, “২৬ ফেব্রুয়ারি আমার গায়েহলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি।”
বিয়ে উপলক্ষে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচ (২২-২৬ ফেব্রুয়ারি) মিস করবেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।
“আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।”
বিয়ের বিষয়ে সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার বলেন, পাত্রী খুলনার। আলোচনা চলছে। ফাইনাল হলেই কেবল নাম বলা যাবে, আগে নয়।
সৌম্যর বিয়ের কারণে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে থাকার কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বৃহস্পতিবার তিনি জানান, ‘রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে যে ১৪ জনের দল সাজানো হয়েছিল, সেখান থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য বাধ্য হয়েই সৌম্য সরকারকে বাইরে রাখতে হচ্ছে। কারণ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি। আর সৌম্য সরকারের বিয়েও ঐ সময়। তার ছুটি ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।’
নান্নু জানান, সৌম্যর বদলে একজনকে নেয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই যেকোনো সময়ে স্কোয়াডে নতুন খেলোয়াড় নেয়ার অবারিত সুযোগ আছে। সে কারণে স্কোয়াড ১৩ জনেরও হতে পারে।
সৌম্য একা নন, প্রধান নির্বাচকের কথা শুনে বোঝা গিয়েছে, আল আমিন হোসেনও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত। পাকিস্তান থেকেই পিঠের ব্যথা বয়ে চলেছেন এ ডানহাতি পেসার। সৌম্যর মতো আল আমিনও ছিলেন রাওয়ালপিন্ডি টেস্টের মূল একাদশে।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি সৌম্য।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা