নেপালের কাঠমান্ডুতে এসএ গেমসে প্রথম স্বর্ণপদক জিতলো বাংলাদেশ।
সোমবার তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই পদক। বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন দিপু চাকমা।
বিপিএল উদ্বোধনী টিকিট ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে
তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জেতেন দিপু।
এক প্রতিক্রিয়ায় দিপু চাকমা বলেন, বিশ্বাস করতে পারছি না যে স্বর্ণ জিতেছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
এর আগে কারাতে ডিসিপ্লিনের মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা। এই ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন তিনি। মেয়েদের একক কাতায় স্বর্ণপদক জিতেছে পাকিস্তান, আর রৌপ্য গেছে স্বাগতিক নেপালের ঘরে।
একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান। হাসান খানকে নিয়ে আরো বেশি প্রত্যাশা থাকলেও তিনি তেমন ফলাফল আনতে পারেননি। এজন্য তিনি নতুন ম্যাট এবং আবহাওয়াকে দায়ী করেছেন।
এদিকে আজ (সোমবার) পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক। ভলিবল ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা