বেসরকারি টিভি চ্যানেল এসএটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালকে অবাঞ্চিত ঘোষণা করেছে এসএটিভির বিক্ষুব্ধ সাংবাদিকরা।
শতাধিক গণমাধ্যমকর্মীকে চাকরীচ্যুত করার চক্রান্ত এবং সে অনুযায়ী দশজনকে ছাঁটাই করা অভিযোগে বুধবার রাত পৌণে দশটার দিকে এসএটিভির কার্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য করেন তাকে।
এ সময় বিক্ষুব্ধ সাংবাদিকরা ফয়সালের কয়েকজন সহযোগির বিরুদ্ধেও শ্লোগান দেন। পরে এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে তিনি বিষয়টির তাৎক্ষণিক সমাধান না করে সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটির ১৩০ জনকে চাকরিচ্যুত করার পরিকল্পনা গ্রহণসহ তালিকা তৈরি করে ব্যবস্থাপনা পরিচালককে দেন হেড অব নিউজ। এরই ধারাবাহিকতায় এফপিসি পরিবর্তন এবং কর্মী ছাঁটাই পর্ব শুরু হয়। প্রথম দফায় প্রোগ্রামের ১০ জনকে ছাঁটাই করাসহ প্রোগ্রাম হেড জিনাত জেরিন আলতাফকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে।
এসএ টিভির কর্মীদের দাবি, সব পরিকল্পনার মূলেই হেড অব নিউজ। তিনি বার্তাকক্ষের ৪-৫ জনকে সঙ্গে নিয়ে ছাঁটাই-চক্রান্ত এবং হয়রানি শুরু করায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। সেইসঙ্গে কয়েকদিন ধরে তারা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তিনি সময় দিয়েও পরে তা বাতিল করেন। এরপর উত্তেজনা আরও বাড়তে থাকে।
উল্লেখ্য, চলতি মাসের আগস্টে ২য় দফায় এসএটিভির হেড অব নিউজ হিসাবে যোগদান করেছিলেন মাহমুদ আল ফয়সাল। এর আগে ২০১৭ সালের ৩ আগস্ট দুর্নীতি আর নানা অপকর্ম করায় এসএটিভি থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছিল। সেসময় তার বিরুদ্ধে গাজীপুর থেকে ৩০ লাখ টাকা চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা