অনলাইন ডেস্ক
কাতারের দোহা ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ৬ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। সর্বোচ্চ ২৭ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। ৬ রানে হারলেও এ গ্রুপের শীর্ষে বাংলাদেশ ‘এ’ দল।
লঙ্কানরা গতকাল জিতলেও, এর আগে আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরেছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৩ ম্যাচ শেষে সমান ২ জয়ে ৪ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটে পিছিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগান ‘এ’ দল। শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের পর দুই নম্বরে।অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) লড়বে বাংলাদেশ। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা