অনলাইন ডেস্ক
রোববার দিবাগত রাতে এল ক্লাসিকোর শুরু থেকেই জাভির শিষ্যরা প্রভাব বিস্তার করে খেলে। দুই অর্ধে দুটি করে গোল করে তারা। প্রথমার্ধের ২৯ মিনিটে আউবেমেয়াং গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরাউহো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাভির শিষ্যরা।
বিরতির পর আরও দুইবার রিয়ালের জালে বল জড়ায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মি.) ফেরান তোরেস গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। এর কিছুক্ষণ পরই (৫১ মি.) নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৪-০ করে ফেলেন আউবেমেয়াং। আর ম্যাচ নিয়ে যান রিয়ালের ধরা-ছোঁয়ার বাইরে।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। যেমন বার্সেলোনা বাড়েনি আর ব্যবধান বাড়াতে, তেমনি রিয়ালও পারেনি ব্যবধান কমাতে। ৪-০ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়ে বার্সার খেলোয়াড়রা।
এদিকে, এই ম্যাচে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হারলেও ভালো ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। আর এই জয়ে ২৮ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বার্সেলোনা।
লিগ শেষ হতে এখনো ৯ ম্যাচ বাকি রিয়ালের। বার্সেলোনার বাকি ১০ ম্যাচ। এল ক্লাসিকোতে আজকেই এই জয় কি বার্সার পাশার দান উল্টে দিতে পারবে? লা লিগার এবারের মৌসুমের শিরোপা জয়ের দৌড়ে একচ্ছত্র আধিপত্য নিয়ে থাকা রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে পারবে তারা? সেটা অবশ্য সময়ই বলে দিবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা