অনলাইন ডেস্ক
জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ও জাহাজে জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। জলদস্যুদের কবল থেকে ভারতীয় বাহিনী অপর একটি কার্গো জাহাজ মুক্ত করার দুই দিন পর এ কথা জানালো সোমালিয়ার পুলিশ। সোমবার (১৮ই মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, সোমালিয়ার পুন্টল্যান্ড এলাকাটি অসংখ্য জলদস্যু চক্রের ঘাঁটি। আধাস্বায়ত্তশাসিত এই অঞ্চলটির পুলিশ বাহিনী জানিয়েছে, তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং এমভি আবদুল্লাহকে জব্দ করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুতি নিয়েছে।
এক বিবৃতিতে পুন্টল্যান্ড পুলিশ বলেছে, আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের পরিকল্পনা করছে- এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনীও প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাবার পথে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে গত ১২ই মার্চ। এখন পর্যন্ত জাহাজটিকে উদ্ধার করা যায়নি।
তবে ১৬ই মার্চ মাল্টার পতাকাবাহী ‘এমভি রুয়েন’ নামের একটি জাহাজ উদ্ধার করেছে ভারতী নৌবাহিনী। এই জাহাজটি গত বছরের শেষ দিকে ছিনতাই করেছিলো সোমালিয় জলদস্যুরা।