এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৯৪১৩
২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর পাস করেছে ৪৯ হাজার ৪শ ১৩ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল চারটায় ফলাফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে রাত ৮টায় ফলাফল দেখা যাবে।
পাস এর মধ্যে ছাত্রী ২৬ হাজার ৫৩১ জন, আর ছাত্র ২২ হাজার ৮৮২ জন।
চলতি বছরের এমবিবিএস পরীক্ষায় ৯০.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন একজন ছাত্র । ছাত্রীদের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তাঁর নম্বর ৮৯.৬৭।
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ২২ অক্টোবর, আর শেষ হবে ৩১ অক্টোবর। সরকারি মেডিকেলে ভর্তি শেষ হওয়ার পর বেসরকারি মেডিকেলগুলোতে ভর্তি শুরু হবে।
১১ অক্টোবর সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিকেলে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা