অনলাইন ডেস্ক
গতকাল সোমবার রাতে চতুর্থ স্তরের দল ভেনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পায় পিএসজি। এমবাপ্পের পাশাপাশি বাকি গোলটি করেছেন প্রেসনেল কিম্পেম্বে।প্রতিপক্ষের মাঠে এদিন নিয়মিত অনেক তারকাকে ছাড়াও দুর্দান্ত ছিল মাউরিসিও পচেত্তিনোর দল। ম্যাচের ৬৬ ভাগ সময় বল দখলে রাখে তাঁরা। আক্রমণ করে ২৫ বার। যার ১২টিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো।
প্রথম গোল এসে যায় ২৮ মিনিটেই। খুব কাছ থেকে ডাইভিং হেডে পিএসজিকে এগিয়ে নেন কিম্পেম্বে। এরপর দ্বিতীয়ার্ধে চমক দেখান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে নিজের প্রথম গোল পান এমবাপ্পে। পিএসজি পায় নিজেদের দ্বিতীয় গোল। এরপর ৭১তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ব্যবধান ৩-০ করেন ফরাসি তারকা। তার পাঁচ মিনিট পরই নিজের হ্যাটট্রিকের উচ্ছ্বাসে ভাসে বিশ্বকাপজয়ী তারকা। বদলি খেলোয়াড় এরিক এবিম্বের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। ফলে ৪-০ গোলের বড় জয়ও নিশিচত হয় পিএজির।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা