অনলাইন ডেস্ক
বক্স অফিসে ‘ট্রিপল আর’ এর সাফল্যের পর এবার নতুন প্রজেক্ট নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। জানা গেছে, নির্মাতার আসন্ন প্রজেক্টে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে দেখা যাবে।সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নির্মাতা।
সাক্ষাৎকারে ‘বাহুবলী’ নির্মাতা জানান যে, অ্যাকশনভিত্তিক অ্যাডভেঞ্চার ঘরানার হতে যাচ্ছে তার আসন্ন ছবিটি। যার বেশির ভাগ শুটিংই হবে আফ্রিকা জুড়ে। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার।
নির্মাতা আরও জানিয়েছেন, আসন্ন ছবিতে দর্শক জেমস বন্ড কিংবা ইন্ডিয়ানা জোনসের হলিউড ছবির আঁচ পাবেন। তবে ছবির গল্পে থাকবে ভারতীয় ছোঁয়া।
ছবির চিত্রনাট্য লিখছেন এস এস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি জানিয়েছেন, ছবির গল্পের পটভূমি হিসেবে আফ্রিকার জঙ্গলকেই বেছে নিয়েছেন তিনি। আর সেই জঙ্গলেই দুর্দান্ত অ্যাডভেঞ্চার করতে দেখা যাবে মহেশবাবুকে। রহস্য, রোমাঞ্চ এবং নাটকীয়তার কোন অভাব থাকবে না ছবিতে।
তবে সিনেমার কাস্টিংয়ের প্রসঙ্গে মহেশবাবু ছাড়া আর কারও নাম জানা যায়নি। আসছে বছর ছবিটির শুটিং শুরু করবেন মহেশবাবু ও এস এস রাজামৌলি।