অনলাইন ডেস্ক
ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ লড়াই করছিল। তবে ৪৩ মিনিটে বরুণ কুমারের গোলে এগিয়ে যায় ভারত। পাঁচ মিনিট পরই অবশ্য সমতায় ফেরে আর্জেন্টিনা। সেট পিস থেকে গোল করেন আর্জেন্টিনার মাইকো কাসেলা। ৫৮ মিনিটে বিবেক প্রসাদের শট ফেরাতে পারেননি আর্জেন্টাইন কিপার ভিভালদি। পরের মিনিটেই আরও এক গোল ভারতের। এবারের নায়ক হারমানপ্রিত সিং। গোলব্যবধান দাঁড়ায় ৩-১। এই স্কোরই ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দেয়।
৪ জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে চার ম্যাচের তিনটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ভারত।এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলে ভারতকে লজ্জার হার হারতে হয়েছিল। দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। অস্ট্রেলিয়া-স্পেন ও ভারত-জাপানের মধ্যকার গ্রুপের শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছে। এছাড়া ‘বি’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম ৯-১ গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা