অনলাইন ডেস্ক
তবে ঘটনা এখানেই শেষ হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি রজার বিনি এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় নারী দলের অধিনায়ককে।
ম্যাচের পরেই ক্রিকেটীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। প্রথমত, ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আর আম্পায়ারকে নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারত অধিনায়ক। ২৪ মাসে ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছে হারমান যার কারণে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে তাকে।
এ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলা হবে না তার। মাঠে খারাপ আচরণের জন্য সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের সমালোচনা শুনতে হয়েছে হারমানকে। অনেকেই মনে করেন অধিনায়ক হয়েও তার এই আচরণ যেমন ব্যক্তিগতভাবে তাকে খারাপভাবে তুলে ধরেছে তেমন ভারতের ভাবমূর্তিও নষ্ট করেছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, হারমানপ্রীতের শাস্তি প্রত্যাহার বা কমানোর ব্যাপারে বোর্ড আপিল করবে না। বিসিসিআই সভাপতি রজার বিনি ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ কয়েকদিনের মধ্যে তাঁর (হারমানপ্রীত) সঙ্গে কথা বলবেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা