অনলাইন ডেস্ক
আগের জাতীয় নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে নতুন সংসদ সদস্যের সংখ্যা বেশি। ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ৯১টি আসনেই নতুন মুখের দেখা মিলেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট পাশাপাশি স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় এত বেশি নতুন মুখের দেখা মিলেছে। তবে পারিবারিক রাজনীতির ধারায়ও এসেছেন অনেকে।
এর মধ্যে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯ জনই প্রথম সংসদ সদস্য হয়েছেন। ঢাকার ২০টি আসনের ৯ জন নতুন। চট্টগ্রামে ১১টির মধ্যে ৭ জন, কুমিল্লার ১১টির মধ্যে ৬ জন নতুন সংসদ সদস্য। এই ৩১টি আসন ছাড়াও দেশের বিভিন্ন সংসদীয় আসনে দেখা মিলেছে অনেক নতুন মুখের। যাদের বেশিরভাগেরই বয়সেও তরুণ।
এবারের নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান নতুন এমপি হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে জিতে। হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী বিসাবে নতুন সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন।
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে জিতেছেন তিনি।
ঢাকা-৪ আসনে নৌকার সানজিদা খানমকে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন আওলাদ হোসেন। এছাড়া এবারই প্রথম এমপি হয়েছেন, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা-১৯ এর স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-৬ এর সাঈদ খোকন, ৭ এর সোলাইমান সেলিম, ঢাকা ১১ এর মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ এর মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৮ এর খসরু চৌধুরী এবং পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা