অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের আবেগকে সামলাতে পারেননি অভিনেত্রী নাসরিন। নায়ক রিয়াজের মতোই হু হু করে কেঁদে ফেললেন তিনি। এর আগে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো এক বৃদ্ধ অভিনেতা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রিয়াজ আলোচনার জন্ম দেন।
সহ-নায়িকার চরিত্র একসময়ের চাহিদা সম্পন্ন অভিনেত্রী নাসরিন এবার শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত নির্বাচন থেকে সরে আসেন তিনি। নির্বাচন থেকে সরে আসার কারণ জানতে সাংবাদিকদের তিনি বলেন, দুই প্যানেলেই আমার প্রিয় মানুষেরা আছেন। তাদের প্রতি আস্থা থেকেই আমি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় এফডিসির বর্তমান কর্মহীন অবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নাসরিন। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, নয় মাসে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। আমাদের কিন্তু পিস্তল-বোমা সেরকম ছিল না, লাঠিসোঁটা ছিল। মায়েরা বলেছে যা, যুদ্ধ করে দেশ স্বাধীন কর। প্রয়োজনে যদি তোর জান দিতে হয়, আমি মা হিসেবে মেনে নেব। এখন আমি শিল্পী ভাই-বোনদের বলতে চাই, যাও তোমরা স্বাধীন করো। আমাদেরকে স্বাধীন করো, আমাদের এফডিসিকে রক্ষা করো। আমরা বাঁচতে চাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা