অনলাইন ডেস্ক
কুকুর ও বিড়ালের পর এবার করোনায় আক্রান্ত হয়েছে বাঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোংস চিড়িয়াখানার একটি বাঘের শরীরে রোববার করোনার উপস্থিতি পাওয়া যায়।
করোনা আক্রান্ত ৪ বছর বয়সী বাঘটির নাম নাদিয়া। আরও ছয়টি বাঘ ও একটি সিংহের সঙ্গে নাদিয়া অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং টেস্টে করোনা পজিটিভ আসে।
করোনা উপসর্গ নিয়ে দুদকের এক পরিচালকের মৃত্যু
ব্রোংস চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, গত ২৭ মার্চ প্রথম করোনার লক্ষণ প্রকাশ করে বাঘটি। এরপর থেকে তার চিকিৎসা চলতে থাকে।
করোনা আক্রান্ত ব্রোংস চিড়িয়াখানার একজন কর্মীর মাধ্যমে বাঘটি করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। গার্ডিয়ান
Like & Share our Facebook Page