অনলাইন ডেস্ক
টসে হেরে ব্যাট করতে নেমে আইরিশ অলরাউন্ডার গ্যারেথ ডিলানির ৫০ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ১৭৭ রানের বড় সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে ২৬ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।
বড় লক্ষ্য ধাওয়া করতে নেমে নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার ছাড়া কারো ব্যাটেই ছিল না উল্লেখ করার মতো রান। ৬টি চারের সাহায্যে ২৪ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন সোহান। এছাড়া সৌম্য করেছেন ৩০ বলে ৩৭ রান। নাইম, লিটন, মুশফিক, শামীমরা ছিলেন চূড়ান্ত ফ্লপ। উইকেট বিলিয়ে আসার প্রতিযোগিতায় তাদের রান সংখ্যা যেন ছিল টেলিফোন নাম্বারের ডিজিট!
২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। ৩৩ রানে হারের মাধ্যমে টানা দুটি প্রস্তুতিমূলক ম্যাচেই হতাশাজনক পারফরমেন্স উপহার দিলো টাইগাররা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা