অনলাইন ডেস্ক
শনিবার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় কাতালানরা। তবে জয় কিংবা ড্র করতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এবার ২-০ গোলে হার মেনেছে তারা। যা লা লিগার চলতি মৌসুমে তাদের প্রথম হার।
অ্যাটলেটিকোর জয়ে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ নিজে একটি গোল করেছেন। একটি গোলে করেছেন সহায়তা। ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগ মুহুর্তে (৪৪ মি.) গোলের দেখা পান সুয়ারেজও। তাতে অ্যাটলেটিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
বিরতির পর বার্সেলোনা তাদের পারফরম্যান্সের উন্নতি করলেও জালের নাগাল পায়নি। এই হারে বার্সেলোনা ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা