বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পুলিশি বাধায় পড়েন চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা।
শুক্রবার সকাল ১০টার দিকে এফডিসির প্রবেশ ফটকে তাকে আটকে দেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ সময় গাড়ি থেকে নামিয়ে সোহেল রানার কাছে এফডিসিতে প্রবেশের কার্ড দেখতে চান তারা।
এরপর প্রযোজক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ্র সোহেল রানার পরিচয় নিশ্চিত করলেও তাকে ঢুকতে দেননি বলে অভিযোগ।পরে বেশ কয়েকজন শিল্পী গিয়ে তাকে এফডিসির ভেতরে নিয়ে যান।
এফডিসিতে প্রবেশ করেই ক্ষোভ ঝাড়তে থাকেন এ অভিনেতা। তিনি সাংবাদিকদের বলেন, এটা নির্বাচন নয়, মনে হচ্ছে পুলিশ ক্যাম্প। শিল্পীদের নির্বাচনে এত পুলিশি পাহারা কেন থাকবে? এত বছর ধরে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হয়ে এসেছে। কিন্তু আজকের মত এই অবস্থা আমার জীবনে কোনো দিন ঘটেনি।
আমার মত সোহেল রানাকে এফডিসিতে ঢুকতে কয়েক ধাপ বাঁধা পেরিয়ে আসতে হয়েছে।কদিন আগে এফডিসির সব নির্বাচন হয়েছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এবার শিল্পী সমিতির নির্বাচনে মনে হচ্ছে পুলিশি ক্যাম্প! এটা কেন হলো?
সোহেল রানাকে বাধা প্রদান প্রসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, কোনো পাশ ছাড়া এফডিসিতে কেউ যেন ঢুকতে না পারে। আমরা কেবল আমাদের দায়িত্বই পালন করছি।
প্রসঙ্গত, সকাল থেকেই এফডিসিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ।সকাল ৯টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা