এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড -এপিকটার ১৯তম আসরে তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এবং চারটি ক্যাটাগরিতে পাঁচটি মেরিট পুরস্কারসহ মোট আটটি সম্মাননা জিতেছে বাংলাদেশ । লাল-সবুজের পতাকা বহন করে টেকনোলজি (আইওটি) ক্যাটাগরিতে বন্ডস্ট্যাইন’র পিজি ট্র্যাকার, ইন্ডাস্ট্রিয়াল (জেনারেল) ক্যাটাগরিতে সূর্যমুখী এবং কনজিউমার (মার্কেটপ্লেস অ্যান্ড রিটেইল) ক্যাটাগরিতে এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) একশপ চ্যাম্পিয়ন পদক অর্জন করে।
ভিয়েতনামের হা লং শহরে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড (এপিকটা)-২০২৯ এর ১৯তম আসরে শুক্রবার (২২ নভেম্বর) সর্বপ্রথম চ্যাম্পিয়ন ও মেরিট উভয় বিভাগে সর্বোচ্চ সংখ্যক পদক অর্জন করে। এপিকটার প্রেসিডেন্ট স্ট্যান সিংঘ, ভিয়েতনাম সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেস অ্যাসোসিয়েশনের (ভিনাসা) সহ-সভাপতি লু থান লং এবং ভিনাসার মহাসচিব মিস নিগুয়ে থি থু জাং বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র তুলে দেন।
টানা চতুর্থবারের মতো এপিকটা প্রতিযোগিতায় ১৮টি প্রকল্প নিয়ে এবার ১০টি ক্যাটাগরিতে ভিয়েতনামসহ এপিকটা সদস্যভুক্ত আরও ১৩টি দেশের ১৩৮টি দেশের প্রকল্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।
মেরিট বিভাগে ডিজিটাল প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস মডেল দিয়ে সিমেড হেলথ লিমিটেড, ভিডিও অ্যানালিটিক্স সেক্টরে সিগমাইন্ড, প্রিডেসিস আইটি লিঃ, জাতীয় তথ্য সেন্টার ৩৩৩ সেবার জন্য জেনেক্স ইনফোসিস লিমিটেড ও এটুআই, দূতাবাস অ্যাপ দিয়ে প্যারাল্যাক্সলজিক ইনফোটেক এই সম্মাননা জিতেছে।
বেসিস পরিচালক দিদারুল আলম বলেন, হা লং বে, ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ার অস্কারখ্যাত ১৯তম এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড-অ্যাপিকটা ২০১৯-এ ইতিহাসের সেরা ফলাফল করেছে বাংলাদেশ! এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিশাল অর্জন। এই সম্মাননা এশিয়া প্যাসিক অঞ্চলে আমাদের ডিজিটাল সক্ষমতার স্বারক। পরিশেষে বাংলাদেশ থেকে সকল অংশগ্রহণকারী, বিজয়ীদেরকে এবং বেসিসকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মোট ৯৪ জনের একটি প্রতিনিধি দল।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা