অনলাইন ডেস্ক
আরিয়ানের দাবি, ফাঁসানো হচ্ছে তাকে। তিনি বলেন, ওই প্রমোদতরীতে আমার কাছে কোনো মাদক পায়নি এনসিবি। উল্টে আমার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ও অন্যায় ব্যাখ্যা করে ফাঁসানো হচ্ছে।
এই মাদক মমলায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সাথেই তার পরিচয় নেই। যে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগোচ্ছে, তার সাথে কোনো ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।
এদিকে, বার বার জামিন বাতিল হওয়ার পর আগামী ২৬ অক্টোবর ফের আরিয়ানের জামিন শুনানির দিন ধার্য হয়েছে। এ দিনও তিনি জামিন পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই।
প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা করতে পারেন আরিয়ান, জামিনের আবেদন খারিজ করার সময় একাধিক বার এই যুক্তি দেখানো হয়েছিল বিশেষ আদালতে। আরিয়ানের পাল্টা যুক্তি, আইনত আগে থেকেই ধরে নেওয়া যায় না, একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন।
তবে মুখ খুলেও বিশেষ কোনো লাভ হয়নি। জামিন পাননি তিনি। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফের জামিন শুনানির রায়ের জন্যই অপেক্ষা করতে হবে তাকে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা