অনলাইন ডেস্ক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে শনিবার সকালে গনভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে না। তবে ই-লার্নিং এবং অনলাইন স্কুলিং এর উপর গুরুত্বারোপ করতে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হবে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদায়ী স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, করোনা মোকাবেলায় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. শহিদুল্লাহ, ডা. মাহমুদুল হাসান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং ইউজিসির অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ডা. আহমেদ আল কায়কাউস এবং মাননীয় প্রধানমন্ত্রীর সচিব তোফাজ্জেল হোসেনসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ১৫ দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি যেন মানা হয়, মানুষ যেন নিজের সুরক্ষা নিজে করতে পারে, সে ব্যাপারে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে এছাড়াও প্রধানমন্ত্রী জানান, মধ্যবিত্ত যারা কর্মহীন হয়ে পড়েছেন, যারা কোথাও হাত পাততে পারছেন না, তাদের জন্যও সরকার উদ্যোগ নিচ্ছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা