অনলাইন ডেস্ক
দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিশুদের জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
রাজশাহী থেকে ৭ বছরের শিশু সন্তানকে নিয়ে ঢাকায় এসেছেন এক মা। অস্ত্রোপচারের মাধ্যমে যোনীনালীর ত্রুটি দূর করাতে তাকে আনাহয়েছে বিএসএমএমইউতে। দুবছর আগেই সন্তানের সমস্যা বুঝতে পেরেছিলেন তিনি। বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় চিকিৎসা খরচ অনেক। তাই সরকারি হাসপাতালের চক্কর কাটছেন দীর্ঘদিন।
মেডিকেল বিশ্ববিদ্যালয়টির শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম জাহিদ জানালেন, অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্ম নেয়া শিশুর সার্জারির ব্যবস্থা রয়েছে এই ক্লিনিকে। নামমাত্র ফির পাশাপাশি দরিদ্রদের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসার সুযোগও।
অন্যদিকে আলোচিত এই সমস্যাটি নিয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বললেন, শিশু বয়সে সার্জারি করা গেলে লৈঙ্গিক জটিলতার সমাধান সম্ভব।
তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই ধরনের সার্জারির বিপক্ষে হিজরা অধিকার সংঘের প্রেসিডেন্ট ইভান আহমেদ কথা। তিনি বললেন, এ বিষয়ে শিশুর সম্মতি ছাড়া অপারেশন করা উচিত নয়।
বিএসএমএমইউতে প্রতি রোববার আউটডোরে শিশুদের দেখা হবে বলে জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা