অনলাইন ডেস্ক
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমদানি জিনিসের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। রফতানি বাড়াতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলার পাশাপাশি দেশের নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের প্রতি দায়িত্ব পালন করা সরকারের দায়িত্ব। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সংকটের কথা তো জানি আমরা। সরকার সেটি মোকাবেলার চেষ্টা করছে। চিনি ও মসুর ডালের ২০ থেকে ৩০ শতাংশ দাম বেড়েছে। চাল গমের দামও বেড়েছে। তবে আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে। আগামীর কথা মাথায় রেখে ৫ লাখ ৩০ হাজার মেট্রিকটন খাদ্য আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী সংকট চলছে, মূল্যস্ফীতি ও ডলারের দাম বাড়ছে, ফলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো বিপর্যয় ও সংকটের মধ্যে পড়েছে। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা