অনলাইন ডেস্ক
তবে, এসব পোস্টার-ব্যানার অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন। দ্রুত রাজধানীতে থাকা সব পোস্টার-ব্যানার সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তারা।
শেষ হয়েছে নির্বাচনী ডামাডোল। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে এতদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় যেমন সরগরম ছিলো রাজধানী ঢাকা, তেমনি তাদের পোস্টার-ব্যানারে ছেয়ে ছিলো নগরীর রাস্তা-ঘাট। ভোটের পরদিন থেকে এসব নির্বাচনী সামগ্রী অপসারণে কাজ শুরু করে ঢাকার দুই সিটি করপোরশেন। কিন্তু মঙ্গলবারও রাজধানীর প্রধান সড়ক ও বিভিন্ন পাড়া-মহল্লায় পোস্টার ব্যানার ঝুলতে দেখা গেছে।
ঢাকার বাসিন্দারা, বলছেন পোস্টার অপসারণে অনেক জায়গায় এখনও কাজই শুরু হয়নি। নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতে দ্রুত এসব সামগ্রী অপসারণের আহবান জানিয়েছেন তারা।
এদিকে, পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন পোস্টার-ব্যানার সরিয়ে নিতে কাজ চলছে। দ্রুত এই কাজ শেষ করা হবে।
ঢাকার সব নির্বাচনী সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন দুই সিটি করপোরেশনের মেয়র।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা