পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক না হলে হস্তক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট
পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘এক সপ্তাহ দেখুন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ করবো।’
রবিবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি করতে গেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটকারীর উদ্দেশে এমন মন্তব্য করেন। নিত্য প্রয়োজনীয় এই পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।
পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয় আবেদনে। দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
বেশ কয়েক দিন ধরে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের দাম। স্থানভেদে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি পর্যন্ত নেয়া হচ্ছে পেঁয়াজের দাম।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা