ইলিয়েনা ডিক্রুজ। বর্তমান সময়ের জনপ্রিয় ভারতীয় এই অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়।
তেলেগু ভাষার ‘দেবাদাসু’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখলে নিজের অভিনয় দিয়ে বলিউডেও এখন করে নিয়েছেন এ লাস্যময়ী। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় তাকে।
২০১২ সালে ‘বারফি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইলিয়েনার। এরপর টানা বলিউডের সাতটি সিনেমায় অভিনয় করেন তিনি। উপহার দেন ‘রুস্তম’, ‘মুবারাকা’, ‘রেইড’-এর মতো চলচ্চিত্র।
অভিনয় ছাড়াও আইটেম গানেও কোমড় দুলাতে দেখা যায় নায়িকা। ২০১০ সালে কন্নড় ভাষার একটি সিনেমায় প্রথম আইটেম গানে নাচেন ইলিয়েনা। তবে দীর্ঘ বিরতির পর তেলেগু ভাষার ‘বিনয়া বিধেয়া রামা’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি।
ফারিয়ার ভক্তদের জন্য চমক!
গানটিতে পারফর্মের জন্য মাত্র এক রাত শুটিং করতে হবে। আর সেই রাতের জন্য ইলিয়েনা ৬০ লাখ রুপি পারিশ্রমিক চেয়েছেন। মোটা অঙ্কের এ পারিশ্রমিক দিতে সিনেমাটির পরিচালক বোয়াপতি শ্রীনু সম্মতিও দিয়েছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
‘বিনয়া বিধেয়া রামা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। ডিভিভি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমায় আরো অভিনয় করছেন-কিয়ারা আদভানি, বিবেক ওবেরয় প্রমুখ। ১৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
উল্লেখ্য, ইলিয়েনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অমর আকবর অ্যান্থনি’। তেলেগু ভাষার এ সিনেমায় রবি তেজার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা