অনলাইন ডেস্ক
‘জয় ভীম’ সিনেমার অভিনেতা মণিকন্দন, ‘রাজাকান্নু’ চরিত্রে অভিনয় করেছেন মণিকন্দন, যিনি চলচ্চিত্রে একজন ইরুলার উপজাতির ভূমিকায় অভিনয় করেছেন। ৪০ দিনের জন্য তিনি ইরুলারদের সাথে বসবাস করেন। তাঁদের আচার-ব্যবহার এবং জীবনধারা শেখার জন্য ইরুলা উপজাতিদের গ্রামে ছিলেন তিনি। এই চরিত্রে অভিনয় করা যে খুব একটা সহজ ছিল না , সে কথাও স্বীকার করছেন তিনি। মেকআপে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা সময় লাগতো।
প্রসঙ্গত, তামিল এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তামিল সুপারস্টার সূর্য। অভিনয় আর জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই ছবির প্রশংসা করে বিবৃতি জারি করেছেন। আইনজীবী চন্দ্রুর জীবনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি। যেখানে একজন আদিবাসী মহিলার ন্যায়ের জন্য লড়াই করেন তিনি। ইন্ডিয়া টুডে ছবিটিকে ৫ এর মধ্যে ৪.৫ দিয়ে লিখে “জয় ভীম তামিল সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এটা দেখায় কিভাবে জাতিগত বৈষম্য ও অবিচার মানুষকে হত্যা করে। জয় ভীম এমন একটি চলচ্চিত্র যা মানবতার অভাবের কথাও বলে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা