অনলাইন ডেস্ক
শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৫মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। ২ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছানো মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি বিকল হয়ে পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে দাড় করিয়ে রাখা হয়েছে।
বলাকা কমিউটার থেকে ইঞ্জিন এনে বিকল হওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে ওই রুটে ট্রেন চলাচল শুরু করা হবে। পরে সচল ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস সচল করা হবে বলে তিনি জানান। তবে কত সময়ের মধ্যে উক্ত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে তা নিশ্চিত করতে পারেননি।
fbl
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা