অনলাইন ডেস্ক
শূন্য রানে জীবন ফিরে পেয়ে ওয়াংখেড়েতে ধামাকা দেখালেন রবীন্দ্র জাদেজা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংসে রবিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচে ক্রিস গেইলের একাধিক রেকর্ডে থাবা বসালেন ‘জাড্ডু’। ইনিংসের অন্তিম ওভারে হর্ষল প্যাটেলকে বেদম প্রহার করে ৩৭ রান সংগ্রহ করলেন সিএসকে’র ইউটিলিটি অল-রাউন্ডার।
আর অন্তিম ওভারে জাদেজার ৩৬ রান এল ৫টি ছক্কা সহযোগে এবং নো-বলের কারণে সিএসকে’র রানের খাতায় যোগ হল অতিরিক্ত এক রান। এক ওভারে পাঁচটি ছয় হাঁকিয়ে রেকর্ডের নিরিখে গেইলকে ছুঁয়ে ফেললেন ‘জাড্ডু’। তবে গেইল একা নন, গত মরশুমে মরু শহরে এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন রাহুল তেওয়াটিয়াও। পাশাপাশি আইপিএলের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রান সংগ্রহের নিরিখেও এককভাবে শীর্ষে থাকতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটিং মায়েস্ত্রো। এক ওভারে গেইলের সংগ্রহ করা ৩৭ রানের রেকর্ড ছুঁয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার এক ওভারে সর্বাধিক ৩৭ রান সংগ্রহের নজির গড়ে ফেললেন ‘স্যার জাদেজা’।
১৯ ওভারে ১৫৪ থেকে ২০ ওভারে ১৯১ রানের পাহাড়ে পৌঁছে গেল ইয়েলো ব্রিগেড। এক লহমায় ম্যাচের পট-পরিবর্তন করে দিলেন জাদেজা। আর এক ওভারে ৩৭ রান দিয়ে এক অযাচিত রেকর্ড জুড়ে গেল হর্ষলের নামের সঙ্গেও। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ওভার উপহার দিলেন গুজরাত পেসার। অন্তিম ওভারে বল হাতে আসার আগে ৩ ওভারে ১৪ রান খরচ করে ৩ উইকেট ঝুলিতে ভরে সবচেয়ে সফল বোলার ছিলেন হর্ষলই। ডু’প্লেসি, রায়না, রায়াডু’কে ডাগ-আউটে ফিরিয়েছিলেন তিনি।
যদিও হর্ষল একা নন, ওভারে ৩৭ রান হজম করার দলে তাঁর সঙ্গে রয়েছেন কোচি তাস্কার্সের প্রশান্ত পরমেশ্বরণ। ২০১১ আরিসিবি’র হয়ে খেলার সময় পরমেশ্বরণের এক ওভারে ৩৭ রান সংগ্রহ করেছিলেন গেইল। অর্থাৎ, ১০ বছর পর গেইলের সেই নজিরেও ভাগ বসালেন জাদেজা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা