অনলাইন ডেস্ক
সকালে উত্তর প্রদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে মহারাষ্ট্র। ইনিংসের ৪৯তম ওভারে উত্তর প্রদেশের হয়ে বল করতে আসেন শিভা সিং। ব্যাটিংয়ে ছিলেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা ঋতুরাজ গায়কোয়াড়। শিভার করা ওই ওভারের প্রথম চার বলে ছক্কা হাঁকান ভারতের জাতীয় দলের এই তারকা।
এরপর পঞ্চম বলটিতে নো ডাকেন আম্পায়ার। ওই বলেও ছক্কা। এরপর শেষ দুই বলও সীমানাছাড়া করেন তিনি। তাতে শিভার ওই ওভারে আসে ৪৩ রান।
ঋতুরাজ শেষ পর্যন্ত ১৫৯ বলে ১০ চার ও ১৬ ছক্কায় ২২০ রানে অপরাজিত থাকেন। মহারাষ্ট্র গড়ে ৩৩০ রানের পাহাড়সম স্কোর।
এর আগে সাত ছক্কা কখনো ক্রিকেট বিশ্ব না দেখলেও ছয় বলে ছয় ছক্কা দেখেছে। ১৯৬৮ সালে স্যার গ্যারি সোবার্স প্রথম এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন কাউন্টি ক্রিকেটে। এরপর ভারতের রবি শাস্ত্রী, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ছাড়াও আরো কয়েকজন গড়েন এই রেকর্ড। তবে ঋতুরাজ প্রথম খেলোয়াড় যার আছে এক ওভারে সাত ছক্কা মারার রেকর্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা