বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকব বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তব্য রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মাহমুদুর রহমান সায়েম ও অন্তরা তিথি। এর আগে দশ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মাঠ পর্যায়ের কর্মসূচি থেকে সরে এসে একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেন। কিন্তু প্রশাসনিক কার্যক্রম চলমান ছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, মাঠ পর্যায়ের কর্মসূচি তুলে নেওয়ার ১৩তম দিন আজ। আমরা চাই প্রশাসন তৎপরতার সঙ্গে বুয়েটের কল্যাণের নিমিত্তে আমাদের দাবিগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করবে।
আমরা চাই না প্রশাসনে থাকা দায়িত্বশীল ব্যক্তিরা পারস্পরিক দোষারোপ করে কাজের গতি স্থবির করে দিক। প্রশাসন সদিচ্ছা পোষণ করলেও তাদের মধ্যে সমন্বয়হীনতা এখনো রয়ে গেছে। সময় এরইমধ্যে অনেক গড়িয়েছে, প্রশাসন তৎপর হলে এই সময়ের মধ্যে আরও অনেক অগ্রগতি প্রদর্শন করতে পারতো। প্রয়োজনে আমরা সব সাধারণ শিক্ষার্থী ভিসি স্যারের সঙ্গে আবারো আলোচনায় বসতে তৈরি আছি। প্রশাসন তৎপর না হলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো, বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা