অনলাইন ডেস্ক
উল্লেখ্য তবে শুধু মা ও মেয়ে নন গ্যারেট পরিবারের সকলেই এই একই পেশার সাথে যুক্ত। সুজির স্বামী ও ছেলেও পাইলট। এয়ারলাইন্সের ব্লগে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের কাজকে খুব ভালোবাসি। অন্য পেশায় আপনি এটা খুব বেশি দেখতে পাবেন না। আমাদের সন্তানেরা কেউই পাইলট হওয়ার কথা ভাবতো না। কিন্তু অফিসে বসার পর ওরা দেখুন কতটা খুশি। এটা ওদের চোখ খুলে দিয়েছে।’
মেয়ে ডোনা জানান, ‘মা একজন বাণিজ্যিক পাইলট হওয়ায় আমার পক্ষে এ পেশা গ্রহণ করাটা স্বাভাবিক হয়েছে। আমি যেন গোটা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছি। এটা আমার কাছে দারুণ অনুপ্রেরণা। আমার বাবা এবং মাকে এতদিন দেখে এসেছি। ওদের জীবনযাপন আমার কাছে এক অভিজ্ঞতা, চমৎকার ব্যাপার। আরও বেশি বেশি নারীরা এই পেশায় আসছে দেখে খুব ভাল লাগছে।’
মা ও মেয়ে একসঙ্গে বাণিজ্যিক বিমান চালিয়ে রেকর্ড করার ঘটনায় দারুণ খুশি ডোনা বলেন- ‘এটি খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত এবং এটা এমন কিছু যার জন্য আমি গর্বিত। আমি জানতাম না যে এটা একটি বিরল ঘটনা! এটি কেবল মা ও আমার জন্য নয়-এবং সাধারণভাবে বিমানের সব নারীদের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত ‘
আর মা ও মেয়ের এই বিরল গর্বের মুহুর্ত রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য এর আগে ২০১৯ সালে প্রথম হিসেবে ক্যাপ্টেন ওয়েন্ডি রেক্সন এবং তার কন্যা কেলি রেক্সন ইতিহাসে প্রথম মা ও কন্যা জুটি যারা এক সাথে বাণিজ্যিক বিমান চালিয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা