অনলাইন ডেস্ক
একসঙ্গে ফেসবুক লাইভে আসছেন ফ্রেশ মিল্ক পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তামিম ইকবাল খান এবং ফ্রেশ প্রিমিয়াম টি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান।
এতে বাড়তি মাত্রা যোগ করতে জনপ্রিয় এই দুই তারকার সঙ্গে লাইভে থাকবেন ‘টেন মিনিট স্কুল’ -এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আজ বুধবার (২৫ আগস্ট) রাত ৮টায় তারা এই লাইভে আসবেন।
এদিকে ফ্রেশ প্রিমিয়াম টি’র একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তাহসান লিখেছেন, ‘তাহসান খান আর তামিম ইকবালের ভক্তদের চায়ের দাওয়াত থাকলো।’
জানা গেছে, লাইভে তামিম-তাহসানের আড্ডা চলবে। তারা কথা বলবেন ক্রিকেট, গান আর নাটক নিয়ে। এর মাঝেই থাকছে নানান রকম আয়োজন ও চমক। এরসঙ্গে থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগও থাকছে। সবমিলিয়ে লাইভ আড্ডাটি বেশ উপভোগ্য হবে।
উল্লেখ্য, ‘ফ্রেশ মিল্ক পাউডার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল খান এবং ‘ফ্রেশ প্রিমিয়াম টি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী তাহসান রহমান খান।