অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২২ নভেম্বর) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারকের আওতায় নতুন যুক্ত হওয়া ৮টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সকল ধরনের পেমেন্ট চ্যানেল (ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইলে আর্থিক সেবা,এজেন্ট-রিটেইলার মার্চেন্ট ও ডিজিটাল ওয়ালেট) একপে প্ল্যাটফর্মে যুক্ত হবে। এর ফলে সাধারণ জনগণ পছন্দমত যেকোনো পেমেন্ট চ্যানেলের মাধ্যমে ফি-বিল প্রদান করতে পারবেন।
এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, পরিষেবা বিল, শিক্ষা সংক্রান্ত ফি ও অন্যান্য সকল ধরনের সরকারি সেবার ফি-বিল প্রদানের পদ্ধতি সহজ ও সমন্বিতকরণের লক্ষ্যে ২০১৯ সালে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ‘একপে’ প্ল্যাটফর্ম চালু করা হয়। পেমেন্ট গেটওয়েতে বিদ্যমান সমস্যা সমাধান করে একটি ইকোসিস্টেম তৈরির মাধ্যমে দেশের আর্থিক সেবা কার্যক্রমে ত্বরান্বিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম না করে একটি সহজ ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে দেশে প্রয়োজনীয় সেবার বিল ও ফি প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল খাতের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হবে। ভবিষ্যতে ‘একপে’ এর বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষ খুব সহজে সকল ধরনের আর্থিক সেবা নিতে পারবেন।
আয়োজকরা জানান, এর আগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা সহজতর করতে ২৪টি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এটুআই। এর মাধ্যমে দেশের সব পরিষেবা বিল ও অন্য সব ধরনের ফি প্রদানকে সহজ ও সমন্বিত করে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দিচ্ছে ‘একপে’ প্ল্যাটফর্ম। যেখানে জনগণ যেকোনো পেমেন্ট পদ্ধতি এমএফএস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট,ক্রেডিট,প্রিপেইড কার্ড, ব্যাংক শাখা ইত্যাদি ব্যবহার করে পরিষেবা, শিক্ষা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ভূমি সেবা সংক্রান্ত সেবার বিল-ফি প্রদান করতে পারছে। এতে পেমেন্ট সংক্রান্ত সেবা গ্রহণে তুলনামূলকভাবে নাগরিকদের সময়, খরচ ও ভোগান্তি কমেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা