বাংলাদেশ এবং নাইজেরিয়া প্রথমবারের মতো যৌথভাবে নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।
কালচারাল নাইটে অংশ নিয়েছে নাইজেরিয়ার সাংস্কৃতিক দল
মঙ্গলবার (২৬ নভেম্বর) আবুজার এফসিটি এক্সিবিশন প্যাভেলিয়ন এর সুপরিসর মিলনায়তনে অনুষ্ঠিত জমজমাট আয়োজনে প্রায় ৩০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
কালচারাল নাইটে অংশ নিয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক দল
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন নাইজেরিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের সদস্যবৃন্দ, বাণিজ্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা।
বক্তব্য রাখছেন বাংলাদেশী হাই কমিশনার শামীম আহসান
বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান তার স্বাগত: বক্তব্যে “যৌথ সাংস্কৃতিকসন্ধ্যা” ও “ফ্রেন্ডশীপ ক্লাব” এর যাত্রাকে দু’দেশের বিদ্যমান সম্পর্কে অন্যতম স্মরণীয় মূহূর্ত হিসেবে সব সময় বিবেচিত হবে বলে উল্লেখ করেন।
বক্তব্য রাখছেন নাইজেরিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর আর্টস এন্ড ক্রাফ্টস এর মহাপরিচালক অটুন্বা সেগুন রানসুয়ে
তিনি নাইজেরিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর আর্টস এন্ড ক্রাফ্টস এর মহা পরিচালক অটুন্বা সেগুনরানসুয়েকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। হাই কমিশনার আহসান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর নেতৃত্বে কিভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে তাও তুলে ধরেন।
বক্তব্য রাখছেন বাংলাদেশের সাংষ্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের-সচিব মো: আতাউর রহমান
তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে তাদের অকুন্ঠ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অটুন্বা তার বক্তব্যে “ফ্রেন্ডশীপ ক্লাব”এর সূচনাকে দু’দেশের মধ্যকার সম্পর্কে নতুনমাত্রা যুক্ত হবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের দলনেতা উপ-সচিব মো: আতাউর রহমানও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পকলা একাডেমীর শিল্পী সমন্বয়ে ২০-সদস্য বিশিষ্ট একটি দল প্রেরণ করেছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কাটার মাধ্যমে ʿনাইজেরিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাব’এর সূচনা হয়। প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী এবং জাতিসংঘে নাইজেরিয়ার সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত প্রফেসর ইব্রাহিম আগবুলা গামবারী, নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: শামীম আহসান, ন্যাশনাল কাউন্সিল ফর আর্টস এন্ড ক্রাফ্টস-এর মহা পরিচালক অটুন্বা সেগুন রানসুয়ে একসাথে কেক কাটেন।
অংশগ্রহণকারী অতিথিবৃন্দ
বাংলাদেশ ও নাইজেরিয়ার বিশিষ্ট শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। দেশাত্ববোধক, রবীন্দ্র ও নজরুল সংগীতকে উপজীব্য করে ডালিয়া আহমেদের উপস্থাপনায় সংগীতশিল্পী সালমা আকবর, ইয়াসমিন আলী, সফিক তুহিন, কাজী মুয়িত শাহরিয়ার সিরাজ জয়, ম্যনুয়েল সোরেন, আব্রু নকরেক এবং নৃত্য শিল্পী মোহাম্মদ রাসেল আহমেদ, সংগীতা চৌধুরী, আফরিন সুলতানা নিপু, রাহিনা জামান ও শাম্মী ইয়াসমিন ঝিনুক-এর পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। বিদেশী শ্রোতারা মুহুর্মুহু করতালি দিয়ে শিল্পীদের অভিনন্দিত করেন।
তবলায় দেবু চৌধুরী, কি বোর্ডে কাজী যোবায়ের কায়সার, গিটারে অভিজিত চক্রবর্তী এবং ঢোলে মো: নজরুল ইসলাম শিল্পীদের সহযোগিতা করেন। সংগীতেরমূর্ছনায় ও নৃত্যের তালে তালে মুক্তিযুদ্ধ, উন্নয়ন অভিযাত্রা ও আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য উঠে আসে।
অনুষ্ঠান শেষে অতিথিদের দু’দেশের ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়িত করা হয়।
আরও পড়ুন : ২০২০ সালেই এইচআইভি পরীক্ষা সেবা দেশব্যাপী চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা