নিক্সন মাহমুদ শীতজনিত ঠাণ্ডায় আক্রান্ত হওয়ায় অন্য সহকর্মীদের রক্ষায় অফিসেই ব্যবহার করছেন মাস্ক।
তাসকিনা ইয়াসমিন
চীনে করোনা ভাইরাসের বিস্তারে স্বভাবতই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই সতর্কতা হিসেবে নাক মুখ ঢেকে মাস্ক ব্যবহার করছেন। ঢাকায় ব্যবহৃত মাস্কগুলো সার্জিক্যাল মাস্ক হওয়ায় এগুলো একবার ব্যবহার করে ফেলে দিতে হবে এমনটিই জানাচ্ছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ. এস. এম আলমগীর।
তিনি লাল সবুজের কথা’কে বলেন, সাধারণ মানুষ যেগুলো মাস্ক মুখে ব্যবহার করে এগুলো সার্জিক্যাল মাস্ক। এগুলো একবার ব্যবহারের জন্য। সার্জিক্যাল মাস্ক একবার ব্যবহার করে ফেলে দিতে হবে। একবার ব্যবহার করার পরে এটির বাইরের অংশ ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গেছে। তাই এগুলো একবার ব্যবহার করে ফেলে দিতে হবে।
তিনি বলেন, কেউ যদি বলে যে সার্জিক্যাল মাস্কে ভাইরাস প্রটেক্টেড হবে না সেটা মিথ্যা কথা। করোনা ভাইরাসের সাইজ হলো ১৩৫ ন্যানাে মিটার। এই সাইজের ভাইরাস সার্জিক্যাল মাস্ক দিয়ে ভিতরে যেতে পারেনা।
এদিকে, ফেসবুকে একটি পোস্ট বিভিন্নজনের ওয়ালে দেখা যাচ্ছে, একটি ছবি। সেখানে বলা হচ্ছে, মাস্কের নীল অংশ উপরে থাকলে সেই ব্যক্তি অসুস্থ। মাস্কের সাদা অংশ উপরে থাকলে সেই ব্যক্তি সুস্থ। এ প্রসঙ্গে ড. আলমগীর বলেন, বাজারে বিভিন্ন রংয়ের মাস্ক পাওয়া যায়। কোন রংয়ের বিষয়টি সত্যি নয়। মাস্ক পরার নিয়ম হলো – প্রত্যেক মাস্কের ভিতরে সফ্ট একটা প্লাস্টিক থাকে। যেটা দিয়ে নাকের উপরে টাইট করে লাগানো যায়। আপনি যদি ওটা উপরে না দিয়ে পরেন তাহলে আপনি উল্টা মাস্ক পরেন। ওটা নিচে দিলে উল্টা পরা হয়। তাহলে উপরের দিকে প্রটেকশনটা হয়না। কারণ, নাক ঢেকে রাখাটা হলো মাস্ক পরার অন্যতম কারণ। মাস্ক নাক-মুখ ঢেকে পরে থাকতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ভাইরাস প্রতিরোধে হাত-মুখ ভাল করে পরিষ্কার রাখতে হবে। হাত ভাল করে ধুতে হবে। ময়লা হাতে চোখ মুখ স্পর্শ করা যাবেনা। হাঁচি-কাশি আসলে মুখ ঢেকে হাঁচি-কাশি দিতে হবে। আন্তর্জাতিক এয়ারলাইন্সে চলাফেরা করার সময় এয়ারলাইন্সের রেলিং স্পর্শ করা যাবেনা। এই বিষয়গুলো মেনে চলতে হবে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। নিকটাত্মীয় হলে দুই মিটার দূরত্বে থাকতে হবে। নিকটাত্মীয় হলে গ্লাভস, মাস্ক পরে সেবা করুন।
তিনি বলেন, এটা সত্যি যে, করোনা ভাইরাস ছড়াচ্ছে। এবং অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। কিছু মানুষ মারা গেছে। তাই করোনাকে মোটেই অবহেলা করা যাবে না।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা