অনলাইন ডেস্ক
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, গত বুধবার মধুপুর পৌরশহরের যে মহল্লায় একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনা ঘটে সেই মাস্টারপাড়া বহু আগে থেকেই মাদক, ছিনতাই ও অসামাজিক কাজের হটস্পট হিসাবে কুখ্যাত। ঘরের ওপর ঘর, যাতায়াতের রাস্তা মানে গলি গুপচির পায়ে হাটা পথ, ড্রেন না থাকায় জলকাদায় একাকার বস্তিসদৃশ এক ঘিঞ্জি এলাকা। সন্ধ্যার পর রাস্তায় কোন বাতি নেই। তাই গিজগিজে অন্ধকার পাড়ায় সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী আর মাদকসেবীদের হাট বসে। ছিনতাইকারীর অভয়ারণ্য এ পাড়ায় সন্ধ্যার পর কোন রিকশা প্রবেশ করতে চায়না। অসামাজিক কাজের জন্যও পাড়ার কুখ্যাতি রয়েছে। মাদক, ছিনতাই ও অপরাধ সংঘটনের এমন হটস্পটেই গত বুধবার রাতে লোমহর্ষক ৪ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আইনশৃ্খংলা বাহিনীর কর্মকর্মতারা মাদকের এ ঘাটির সত্যতা স্বীকার করে জানান, নৃশংস খুনের সাথে শুধু সাগর আর জোয়াদ আলী নয়, কমপক্ষে পাঁচজন জড়িত ছিল। এদের মধ্যে খুনের মাস্টারমাইন্ড সাগর ও জোয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। জোয়াদকে আজ সোমবার টাঙ্গাইল আদালতে চালান দিলে তিন দিনের রিমান্ডে দেওয়া হয়। অপরদিকে সাগরকে জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার দুপুরে মধুপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা